দুবাই কোন মহাদেশ অবস্থিত

আরব মুরুভুমির বুকে গড়ে ওঠা শহরের নাম দুবাই এটি সংযুক্ত আরব আমিরাতের একটি শহর।  এই শহর আন্তৰ্জাতিক পরিচিত – ব্যবসা বাণিজ্য, পর্যটন, সাস্কৃতিক নিয়ে আধুনিক শহর হিসেবে।

ভৌগলিক অবস্থান হল – দুবাই মধ্যপ্রাচ্যের আরব দ্বীপ পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি শহর। এটি আরব আমিরাতের ৭ টি শহরের মধ্যে একটি।  আরব আমিরাতের পাশে দেশ গুলো হল – ওমান, সৌদি আরব, কাতার ইত্যাদি।  দুবাই সাতটি আমিরাত নিয়ে এই (দুবাই দেশের নাম কি) পোস্ট টি পড়তে পারেন

  • দুবাই – ইউনাইটেড আরব আমিরাত – এশিয়া মহাদেশের প্রচিম অংশে অবস্থিত
  • এটি মধ্যপ্রাচ্যের উন্নত একটি শহর হিসেবে পরিচিত
  • এই শহরটি আরব দ্বীপ পারস্য উপসাগরের তীরে অবস্থিত
  • আরব আমিরাতের প্রতিবেশী দেশ গুলো হল – ওমান, সৌদি আরব, কাতার ইত্যাদি

 অর্থনীতি ও ব্যবসা:-  

দুবাই প্রথমে তেলের উপর নিবোর থাকলেও এখন ব্যবসা বাণিজ্য ও পর্যটন বহুমুখী অর্থনীতিতে সমৃদ্বি।

দুবাই অর্থনীতি বড় অংশ আসে –

  • আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিক সুবিধা
  • রিয়্যাল এস্টেট বাণিজ্য
  • পর্যটন জোন
  • ফ্রি জোন ব্যবসা

 দুবাই পর্যটন ও আর্কষণ:-  

দুবাই পর্যটন আকর্ষণ গুলোর মধ্যে অন্যতম হল

  • বুর্জ খলিফা
  • পাম জুমেইরা
  • দুবাই মল
  • গ্লোবাল ভিলেজ
  • ডেজার্ট সাফারি

আরো বিস্তারিত জানতে এই পোস্ট গুলো পড়ুন :-

 

1 thought on “দুবাই কোন মহাদেশ অবস্থিত”

Leave a Comment

Share this content