অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে :-
অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে? – এই প্রশ্নেটি অনেকের মনেই ঘুরপাক খাই, বিশেষ করে যারা পড়াশোনা, কাজ বা স্থায়ীভাবে বসবাসের জন্য অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী। তবে খরচের বিশ্লেষণে যাওয়ার আগে চলুন জেনে নিই অস্ট্রেলিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূণ তর্থ।
অস্ট্রেলিয়া একটি শান্তিপূণ, আধুনিক ও উন্নত দেশ। এখানকার জীবনযাত্রার মান অত্যান্ত উচ্চ, পরিবেশও খুবই ভালো।
অস্টেলিয়া শুধু কাজের ভিসা নয়, বরং বিভিন্ন ধরণের ভিসা প্রদান কর থাকে যেমন :
- স্টুডেন্ট ভিসা
- টুরিস্ট ভিসা
- স্কিল্ড ওয়ার্কার ভিসা
- পার্টনার ভিসা
- ইনভেস্টর ভিসা
- পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা
আজকে আয়োজনটিতে আমরা অস্ট্রেলিয়ায় যেতে খরচ কেমন হয়, বিভিন্ন ভিসা প্রক্রিয়ায় কত টাকা লাগে এবং এর সঙ্গে সম্পর্কিত আরও প্রয়োজনীয় তথ্য গুলো তুলে ধরবো।
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় বলার আগে আমি আপনার কাছে জানতে চাই ? আপনি কেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে চান ? উত্তর হবে গুরতে, পড়াশোনা করতে বা চাকরি করতে অথবা স্থায়ী বাবে বসবাস করতে তাই না।
স্টুডেন্ট ভিসা:- জন্য বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে আপনাকে কি করণীয় :- স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে আপনাকে অস্ট্রেলিয়ার উনিভার্সিটি গুলোতে আবেদন করতে হবে। এবং পরীক্ষার উত্তীণ হতে হবে।
টুরিস্ট ভিসা :- টুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে বা আবেদন করতে আরো কিছু দেশ টুর করেছেন তাহার ভিসা কপি ও প্রমাণাদি জমা করতে হবে।
ওয়ার্ক ভিসা :- ওয়ার্ক ভিসা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে হলে আপনার হাতে একটি অস্ট্রেলিয়ার কাজের একটি অফার লেটার থাকতে হবে।
এছাড়ও আপনি অস্ট্রেলিয়া এম্বাসি থেকে সহজ নিতে পারেন।
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে
অস্টেলিয়া ভিসা খরচ ভিন্ন ভিন্ন হতে পারে, ভিসার কেটাগরি হিসেবে যেমন টুরিস্ট ভিসার খরচ একরকম, স্টুডেন্ট ভিসার খরচ আরেক রকম এবং ওয়ার্ক ভিসার খরচ ইত্যাদি।
বর্তমানে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে আনুমানিক ১২ লক্ষ থেকে ২০ লক্ষ বাংলাদেশী টাকা খরচ হতে পারে।
তবে একটি কথা বলতেচাই অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় খরচ তুলনামূলক কম।