বাংলাদেশে সৌদি ভিসা প্রসেসিং এজেন্ট

ভিসা প্রসেসিং এজেন্ট বলতে এমন একটি প্রতিষ্ঠান কে নিদেশ করে, যারা বিদেশি বায়ার দেড় সাথে কন্ট্রাক্ট করে বিদেশে লোক নিয়োগ করে। এর জন্য সরকার থেকে অনুমোদন নিতে হয়।  বাংলাদেশে বিভিন্ন দেশের ভিসার জন্য এজেন্ট নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। আজকের পোস্টে ভিসা এজেন্ট ও বাংলাদেশ সৌদি ভিসা প্রসেসিং এজেন্ট নাম প্রকাশ করবো।

তবে আপনি চাইলে সরকারি ওয়েব সাইট এ আবেদন করতে পারেন। সরকারি ওয়েব ঠিকানা ঠিকানা – প্রবাসী কল্যাণ মন্ত্রলায় .

> ভিসা প্রসেসিং এজেন্ট কী ধরণের ভিসায় সাহায্য করে ?

ভিসা এজেন্টের কাছে নিচে বর্ণিত ভিসা গুলোর সাহায্য নিতে পারেন

  • স্টুডেন্ট ভিসা 
  • টুরিস্ট ভিসা 
  • জব ভিসা 
  • বিসনেস ভিসা 
  • ওমরা ভিসা

> বাংলাদেশে সৌদি ভিসা প্রসেসিং এজেন্ট:-

সৌদি আরবে যেতে যে সব বাংলাদেশি সৌদি ভিসা প্রসেসিং এজেন্ট কাজে করে সেটা জানতে হলে এই পোস্টি পড়তে পারেন।

  • আল আমিন ট্রাইনেলস এন্ড ট্যুরস
  • আসিফ ট্রাভেলস এন্ড ট্যুরস
  • ইফাজ ট্রাভেলস এন্ড ট্যুরস
  • হেরিটেজ এয়ার এক্সপ্রেস
  • হাজী এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস
  • জেএএফ ট্রাভেলস এন্ড ট্যুরস
  • ম্যাশ ট্রাভেলস এন্ড ট্যুরস

সৌদি ভিসা প্রসেসিং কত দিন লাগে 

সৌদি ভিসা প্রসেসিং সহজে করা যায় – অনলাইন এবং আপনি চাইলে আপনার ভিসা স্টেটাস আপনার মোবাইল দিয়ে চেক করতে পারবেন।

  • সৌদি ভিসা অনুমোদনে সময় লাগে ৫ থেকে ৭  দিন (যদি অফিস খোলা থাকে )
  • সৌদি ভিসা অনুমোদনে সময় লাগে ৭  থেকে ১৪  দিন (যদি অফিস খোলা থাকে )

সৌদি আরবের ভিসা চেক করুন – সৌদির সরকারি ওয়েব সাইট

প্রয়োজনী কাগজ পত্র – সৌদি ভিসা প্রসেসিং কি কাগজ লাগে  

সৌদি ভিসা প্রসেসিং করেত আপনাকে যে ডকুমেন্ট গুলো সংগ্রহ করতে হবে

  • পাসপোর্ট কপি
  • জাতীয় পরিচয় পত্র
  • মেডিকেল রিপোর্ট
  • পাসপোর্ট সিজের ছবি

 

সৌদি ভিসা প্রসেসিং খরচ কত?

সৌদি আরবে যেতে চাইলে ভিসা প্রসেসিং সাধারণত দুইভাবে করা যায় :

  • ভিসা প্রসেসিং এজেন্টের মাধ্যমে
  • সরকারি ব্যবস্থাপনায় (BMET সহযোগিতায়)

সুবিধা সমূহঃ

এজেন্টের মাধ্যমে করলে সুবিধা সরকারি ব্যবস্থাপনায় করলে সুবিধা
তুলনা মূলক দ্রুত হয় সময় একটু বেশি লাগে
আপনার জামেলা কম হবে আপনাকে নিজে কিছু ধাপঃ সম্পন্ন করতে হবে
খরচ বেশি লাগবে খরচ কম

 

খরচের সমূহ : 

  • এজেন্টের মাধ্যমে খরচ:- সাধারণত খরচ হয়  ৩ লক্ষ টাকা।
  • সরকারি ভাবে খরচ :- সাধারণত ২ ৩ ০ হাজার টাকা।

আরও পড়ুন :- 

 

Leave a Comment