সৌদি আরব সরকার দেশটির উন্নয়নের জন্য ব্র্যাপকভাবে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ভিশন ২ ০ ৩ ০ প্রজেক্টের মাধ্যমে সৌদি আরবের একটি প্রযুক্তিনির্ভর ও উন্নত অর্থনীতির দেশে রূপান্তর করার লক্ষে বহু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এই প্রকল্পগুলো ২ ০ ৩ ০ সালের মধ্যে শেষ করার লক্ষে সৌদি সরকার বহিবিশ্ব থেকে বিপুল সংখ্যক দক্ষ ও অদক্ষ শ্রমিক ও ইঞ্জিনিয়ার নিযোগ দিচ্ছে। আর ফলে বাংলাদেশের জন্য সৌদি আরবে কাজের সুযোগ উল্লেখযোগ্য ভাবে বৃদ্বি পেয়েছে।
আজকের আলোচনা: সৌদি আরবে জব ফর বাংলাদেশী কাজের সুযোগ ও চাহিদা
সৌদি আরবে জব ফর বাংলাদেশী:-
নিচে আমরা আলোচনা করেছি কোন কোন সেক্টরে সৌদি আরব জব ফর বাংলাদেশী বেশি কাজ পাচ্ছে এবং কি ধরণের কাজ করছে
- কন্সট্রাকশন ও ইঞ্জিনারিং সেক্টর।
- মেকানিক্যাল ও ইলেকট্রিকাল সেক্টর
- পরিবহন ও লজিস্টিক সেক্টর
- হেলথ কেয়ার ও ক্লিনিং সেক্টর
- হসপিটাল ও রিটেইল সেক্টর
কনস্ট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং সেক্টর:-
কাজের নাম:- হেলপার, রাজ্ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, স্টিল মিস্ত্রি, সাইট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার ইত্যাদি।
মেকানিক্যাল ও ইলেকট্রিকাল সেক্টর:-
কাজের নাম:- ইলেক্ট্রিসিয়ান, প্লাম্বার, এসি মেকানিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মন্টিনেন্স স্টাফ ইত্যাদি।
পরিবহন ও লজিস্টিক সেক্টর:-
কাজের নাম:- হেভি ড্রাইভার, লাইট ড্রাইভার, ইকুইপমেন্ট অপারেটর, লজিস্টিক সুপারভিসার ইত্যাদি।
হেলথ কেয়ার ও ক্লিনিং সেক্টর:-
কাজের নাম:- হাসপাতাল ক্লিনার, সাপোর্ট স্টাফ, নার্সিং স্টাফ, ওয়ার্ড বয় ইত্যাদি।
হসপিটাল ও রিটেইল সেক্টর:-
কাজের নাম:- হোটেল ওয়েটার, কুক, ক্লিয়ানিং স্টাফ, স্টোরে কিপার, ক্যাশিয়ার ইত্যাদি
সৌদি আরবে জব চাহিদা কেন বেশি?
সৌদি আরবে বাংলাদেশী কর্মীদের জন্য কাজের সুযোগ এখনো অনেক বেশি। ভিশন ২ ০ ৩ ০ প্রযন্ত এই সুযোগ আরো বাড়বে বলে আসা করা যায়।
সৌদি আরবে বাংলাদেশী কর্মীদের চাহিদা :-
- পরিশ্রমী ও অভিজ্ঞ
- স্বল্প বেতনে কাজ করতে ইচ্ছুক
- বাংলাদেশিদের কাজের সুনাম রয়েছে
আরো জানতে পড়ুন:-
3 thoughts on “সৌদি আরবে জব ফর বাংলাদেশী ও জব ওয়েবসাইট গাইড”