মেরু অঞ্চল: মেরু অঞ্চল কাকে বলে ও ওই অঞ্চলের বৈশিষ্ট্য সমূহ -২ ০ ২ ৫

ছোট বেলায় আমরা শুনেছি যে মারু অঞ্চলের নাম।  মেরু অঞ্চলে অনেক বরফ আছে।  আজকে আলোচনা মেরু অঞ্চল কাকে বলে ও এই মেরু অঞ্চলের বৈশিষ্ট্য সমূহ।

আলোচনার বিষয় বস্তু :-

  • মেরু অঞ্চল কাকে বলে
  • মেরু অঞ্চলের বৈশিষ্ট্য
  • মেরু অঞ্চলের উদ্ভিদের নাম
  • মেরু অঞ্চলের ছবি
  • মেরু অঞ্চলের পাঁচটি বৈশিষ্ট্য
  • মেরু অঞ্চলের প্রাণীর নাম

মেরু অঞ্চল কাকে বলে :-  

 

মেরু অঞ্চল – পৃথিবীর ঠান্ডা ও গরমতম অঞ্চল এবং এখানে সূর্য্যের আলো কম থেকে এবং আবহাওয়া খুব ঠান্ডা। পৃথিবীতে মেরু অঞ্চল প্রধান দুই ভাগে কর হয়,  যেমনঃ –

  1. উত্তর মেরু  অঞ্চল 
  2. দক্ষিণ মেরু  অঞ্চল 

উত্তর মেরু অঞ্চল :-

উত্তর মেরু পৃথিবীর উত্তর দিকে অবস্থিত।  এই অঞ্চলের ইংরেজি নাম – ARCTIC REGION. এখানে প্রধান বৈশিষ্ট্য গুলো হলঃ

  • শীত কালে প্রচুর শীত এবং  ২ ৪  ঘন্টা রাট। 
  • গ্রীষ্ম কালে প্রচুর গরম এবং ২ ৪  ঘন্টা দিন।  

দক্ষিণ মেরে অঞ্চল :-

দক্ষিণ মেরু অঞ্চলে পৃথিবীর দক্ষিণ দিকে অবস্থিত।  এই অঞ্চলের ইংরেজি নাম – ANTARCTIC REGION . এই মেরু অঞ্চল এর প্রধান বৈশিষ্ট্য গুলো হলঃ

  • এটি পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত। 
  • এখানে পৃথিবীর শীতলতম অঞ্চল  

মেরু অঞ্চলের বৈশিষ্ট্য :-  

দুইটি মেরু অঞ্চলের বৈশিষ্ট্য গুলো হলঃ

  1. পৃথিবীর প্রায় ৯ ০  ভাগ বরফ মেরু অঞ্চলে 
  2. এখানে শীত মৌসুমে শীত ও গ্রীষ্ম কালে প্রচুর গরম 
  3. মেরু অঞ্চলের বরফের কারণে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় 
  4. এখানে নানা ধরণের প্রাণীর দেখা মিলে 
  5. গ্রীষ্ম কালে এই মেরু অঞ্চলের তাপমাত্রা ৮ ০  ডিগ্রি ও হয়
  6. এই অঞ্চলের উদ্ভিদের আকার ছোট হয় 

মেরু অঞ্চলের উদ্ভিদের নাম :- 

মেরু অঞ্চলে প্রচুর উদ্ভিদ ও বিভিন্ন জাতের উদ্ভিদের দেখা মেলে।

  • উত্তর মেরু অঞ্চলের উদ্ভিদ গুলো হলঃ শৈবাল, ছত্রাক, বুনো ফুল ইত্যাদি 
  • দক্ষিণ মেরু অঞ্চলে উদ্ভিদ গুলো হলঃ   ফুল বিহীন গ্যাস জাতীয় গাছ, ভিন্ন ছত্রাক ইত্যাদি 

মেরু অঞ্চলের পাখি নাম :- 

মেরু অঞ্চলে যে সব পাখি গুলো দেখা যায় সেগুলো হলঃ

নাম  নাম  নাম  নাম 
ARCTIC TERN – সামুদ্রিক পাখি ARCTIC SKUA – স্কুয়া পাখি BALD EAGLE – ঈগল পাখি CANADA GOOSE – হাঁস
BRUNNICH’S GUILLEMOTS – গিলেমেন্টস পাখি – PTARMIGAN – পিটারমিগান পাখি PUFFIN – পেঁচা পাখি SNOW GOOSE – হাঁস

 

মেরু অঞ্চলের প্রাণীর নাম :- 

মেরু অঞ্চলের যে সব প্রাণী গুলো দেখা যায়

নাম  নাম  নাম  নাম 
ARCTIC FOX – শেয়াল ARCTIC HARE – খরগোশ ARCTIC TERN – SNOWYOWL
ARCTIC WOOLLY BEAR MOTH ARCTIC WOLF MOOSE NARWHAL
BELUGA POLAR BEAR WOLVERINE GREENLAN SHARK

 

মেরু অঞ্চলের পাঁচটি বৈশিষ্ট্য :-  

মেরু অঞ্চলের পাঁচটি বৈশিষ্ট্য নিছে আলোচনা করা হল

  1. অধিক ঠান্ডা আবহাওয়া
  2. ৬ মাস দিন ও ৬  মাস রাত
  3. কাপমাত্রার কারণ গাছ পালা খুব কম
  4. মেরু অঞ্চলে প্রথিবীর ৭ ০ % পানি বরফের নিচে
  5. পৃথিবীর জলবায়ু গবেষণা কেন্দ্র

আরো জানতে পড়ুন – মেরু অঞ্চল

Leave a Comment