সৌদি আরবের হোটেল ভিসা বেতন কত -2025

সৌদি আরবের হোটেল ও রেস্ট্রুরেন্টের মার্কেট সব সময় ভালো কারণ ওমরা ও হজ করতে প্রতি দিন লক্ষ মানুষের ঢল সৌদির মক্কা ও মদিনা শহরে দেখা যাই। আর এই মানুষের খাওয়া দাওয়ার একমাত্র অবলন্বন হোটেল।  তাই প্রতি বছর হোটেলের চাকরিতে প্রচুর লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়।

সৌদি আরবের আবাসিক হোটেলে চাকরির ভিসা:-

সৌদি আরবের আবাসিক হোটেলের চাকরির ভিসার জন্য কি কি লাগে :-

  • পাসপোর্ট কপি
  • কাজের অভিজ্ঞতার সম্পর্কিত বিবরণ (সিভি )
  • আবেদন পত্র
  • পাসপোর্ট সাইজের ছবি
  • শিক্ষাগত যোগ্যতা
  • মেডিকেল রিপোর্ট
  • জাতীয় পরিচয় পত্র
  • ভাষা গত দক্ষতা – আরবি ও ইংরেজি জানা থাকতে হবে

সৌদি আরবের হোটেল ভিসা পাওয়ার নিয়ম :-

সৌদি আরবের হোটেলের ভিসা পেতে হলে আপনাকে ভিসার আবেদন কি বাবে করবেন।  চাকরির বিজ্ঞপ্তি কোথায় পাবেন সেটা নিচের নিয়মে অনুসরণ করুন

  • সোশ্যাল মিডিয়া নিজের কর্ম দক্ষতা অনুযায়ী একটি ভালো প্রোপাইল তৈরী করুন। যেমন নকৰি গালফ, লিংকডইন, ফেইসবুক ইত্যাদি আরো অনেক সোশ্যাল মিডিয়া পাবেন যেখানে সৌদি আরবের হোটেলের ভিসা সহ অনন্য চাকরির বিজ্ঞপ্তি পাবেন।
  • নিজের জন্য একটি ওয়েব সাইট তৈরী করুন এবং পোর্টফোলিও তৈরী করুন।  এবং পোস্ট উপডেট করুন।
  • বিভিন্ন জব প্রদান করি এপপ্স এ আপনার প্রোফাইল তৈরী করুন এবং হোটেল ভিসার জবের জন্য আবেদন করুন।
  • বিভিন্ন ভিসা এজেন্টের মাধ্যমে হোটেলের ভিসার আবেদন করতে পারেন।  তবে বেরিফায়েড এজেন্ট খুঁজে নিন।  অন্নথায় প্রতারিত হবার আশঙ্কা থাকে পারে।
  • হোটেলের ওয়েব সাইটে আপনার সিভি সাবমিট করে।
  • ইমেইলের মাধ্যমে জব ইনকোয়ারি করে।

সৌদি আরবের হোটেলের ভিসা প্রদান করি হোটেলের নাম :-

সৌদি আরবের বড় হোটেলের নাম সমূহ :-

মক্কা শহরের বড় ১ ০ টি হোটেল এর নাম :-

  • আবরাজ আল – বাইত ক্লক টাওয়ার হোটেল
  • আবরাজ কুদাই হোটেল
  • রাস আল কাইমাহ হোটেল
  • সুইসোটেল মক্কা হোটেল
  • কনরাইড মক্কা হোটেল
  • হায়াত রিজেন্সি মক্কা হোটেল
  • ইন্টারকন্টিনেন্টাল হোটেল
  • হিল্টন মক্কা দার আল তাওহীদ হোটেল
  • হিলটন সুইটস মক্কা হোটেল
  • মিলেনিয়াম হোটেল মক্কা

মদিনা শহরের বড় ১ ০ টি হোটেল এর নাম :-

  • আল মাদীনাহ হারমোনি হোটেল
  • দার আল ইমান ইন্টারকন্ট্রিনেন্টাল হোটেল
  • ইলাফ আল হুদা হোটেল মদিনা
  • দার আল হিজড়া ইন্টারকন্টিনেন্টাল হোটেল মদিনা
  • ইলাফ তাইবাহ হোটেল মদিনা
  • ওবেরয় মদিনা হোটেল
  • পুলম্যান জমজম মদিনা হোটেল
  • আলনোয়ার আল মদিনা মুভেনপিক হোটেল
  • মিলেনিয়াম আল আকিক মদিনা হোটেল
  • মদিনা মেরিয়ট হোটেল

সৌদি আরবের হোটেলে ভিসা কি কি কাজ পাওয়া যাই:-

সৌদি আরবের হোটেলে ভিসা বাংলাদেশিরা বেশির ভাগ কাজ পাই ও কাজ করে তাহার নাম সমূহ নিচে লেখা হল

  • হোটেল ম্যানেজার
  • হোটেল ক্লিনার
  • রেসিফসনিস্ট
  • ক্যাশিয়ার
  • রুম সার্ভিস বয়
  • কুক
  • ওয়াটার

সৌদি আরবের হোটেল ভিসা দাম :-

তবে একটি কথা বলতে চাই যে বাংলাদেশিদের ভিসা দাম বেশি পড়ে।

হোটেল ম্যানাজার এর ভিসা খরচ :

সৌদি আরব হোটেল ম্যানেজার ভিসায়  খরচ হতে পারে ৩ লক্ষ থেকে ৫  লক্ষ টাকা।

হোটেল ক্লিনার এর ভিসা খরচ :

সৌদি আরব হোটেল ক্লিনার ভিসায়  খরচ হতে পারে ৩  লক্ষ থেকে ৪. ৫ লক্ষ টাকা।  বাংলাদেশী লোক এই কাজে বেশি দেখা যাই।

রেসিফেশনিস্ট এর ভিসা খরচ:

সৌদি আরবে হোটেল রেসিফেশনিস্ট এর ভিসা খরচ হতে পারে ৩  লক্ষ থেকে ৫  লক্ষ টাকা।

সৌদি আরবের হোটেলের ভিসা বেতন :-

সৌদি আরবে হোটেল ম্যানেজার বেতন :

সৌদি আরবে হোটেল ম্যানেজার বেতন হতে পারে  ১. ৫  লক্ষ থেকে ২. ৫  লক্ষ টাকা  তবে দক্ষতার উপর নির্বর করে কম বেশি হতে পারে।

সৌদি আরবে হোটেল ক্লিনার ভিসা বেতন :

সৌদি আরবে হোটেল ক্লিনার বেতন হতে পারে  ৩ ৫ হাজার থেকে ৬ ০ হাজার

Leave a Comment