হাউস ড্রাইভার চাকরি ও বেতন – 2025

হাউস ড্রাইভার বলতে আমরা বুঝি যে – বাসা বা বাড়ির জন্য যে ড্রাইভার রাখা হয় তাকে হাউস ড্রাইভার বলে।  এই কাজে দেশে ও বিদেশ প্রচুর চাহিদা আছে। বিশেষ করে মেডেলিস্টে হাউস ড্রাইভার চাকরি চাহিদা বেশি, যেমন – সৌদি আরব, দুবাই, কাতার, বাহারিয়াইন ইত্যাদি।

হাউস ড্রাইভার দায়িত্ব ও কর্তব:-

  • সকালে গাড়ি স্টার্ট করার আগে গাড়ির তেল ও মোবাইল ও টাওয়ার চেক করা
  • গাড়ি পরিষ্কার পৰিচন্ন রাখা
  • গাড়ির কাগজ পত্র সাথে রাখা
  • মালিক ব্যক্তিগত কাজ যেমন কেনা কাটা ও অফিসিয়াল কাগজ পত্র ও অন্য কাজে মালিক কে সাহায্য কর।
  • মালিকের ছেলে মেয়ে স্কুলে নিয়ে যাওয়া ও স্কুল থেকে আনা।
  • এয়ার পোর্ট ড্রপ ও পিক করা
  • মালিকে নিধারিত গন্তব্যে নিরাপদে পোঁছে দেওয়া

হাউজ ড্রাইভার কাজের সময় :- 

  •  প্রতিদিন ১ ০  থেকে ১ ২  ঘন্টা কাজ করা।
  • সপ্তাহে ৬  দিন কিন্তু কখনো কখনো ৭  দিন ও কাজ করতে হয়।
  • রাতে কাজ করা লাগে মালিকের প্রয়োজনে
  • উৎসব ও অনুষ্ঠানে অনেক রাট প্রজন্ত কাজ করা হতে পারে

হাউস ড্রাইভার চাকরির সুবিধা :- 

  • থাকা ও খাওয়া মালিক প্রদান করে
  • চিকিৎসা খরচ মালিক প্রদান করে
  • বাড়তি ওভার টাইম দুযোগ থাকে।

হাউস ড্রাইভার বেতন কত :- 

  • দেশে হাউস ড্রাইভার বেতন সাধারণত ১ ৫  থেকে ২ ৫  হাজার টাকা হয়।
  • বিদেশে হাউস ড্রাইভার বেতন – ৪ ৫  থেকে ৮ ০  হাজার টাকা হয়।

হাউস ড্রাইভার চাকরির কোন কোন দেশে চাহিদা বেশি :-

হাউস ড্রাইভার জবের চাহিদা সকল দেশেই আছে।  তবে ভালো বেতন পাওয়া নিচে লিখিত দেশ গুলোতে :-

  • দুবাই – ইউনাইটেড আরব আমিরাত
  • সৌদি আরব
  • কাতার
  • বাহরাইন
  • কুয়েত

দুবাই ড্রাইভিং জব ও হাউস ড্রাইভিং চাকরি :-

দুবাই ড্রাইভিং জব ও হাউস ড্রাইভিং জব সুবিধা ও অসুবিধা গুলো:-

দুবাই হাউস ড্রাইভিং দুবাই ড্রাইভিং জব
দুবাই হাউস ড্রাইভিং জব এ  বেতন ফিক্সড হয় দুবাই কোম্পানি ড্রাইভিং জব এ ওভারটাইম পাওয়া যাই
দুবাই হাউস ড্রাইভিং জব এ খাওয়া মালিক খাওয়ায়। দুবাই কোম্পানি ড্রাইভিং জব এ খাওয়া নিজে বানিয়ে বা মেসে খেতে হয়।
দুবাই হাউস ড্রাইভিং জব এ মালিক তার সুবিধা মোট বেতন দেয়। দুবাই কোম্পানি ড্রাইভিং জব এ মাসের নিদিষ্ট সময়ে কোম্পানি ATM কার্ডের মাধ্যমে বেতন প্রদান করে
হাউস ড্রাইভিং কাজে মালিক ড্রাইভিং লাইসেন্স করার টাকা প্রদান করে। দুবাই কোম্পানি ড্রাইভিং কাজে নিজের টাকায় ড্রাইভিং লাইসেন্স করেত হয়
হাউস ড্রাইভিং কাজে বকশিস পাওয়া যাই। দুবাই কোম্পানি কাজে বকশিস নেই

 

1 thought on “হাউস ড্রাইভার চাকরি ও বেতন – 2025”

Leave a Comment