মরিশাস ভিসার দাম কত ও কাজ ও বেতন -2025

মরিশাস বাংলাদেশিদের জন্য কাজের বিশাল সুযোগ রয়েছে।  ওই দেশের আয়ের প্রধান উৎস হলঃ কৃষি কাজ, কন্সট্রাকশন কাজ, গার্মেন্টস ইত্যাদি।  এবং এই দেশে একটি দ্বীপ রাষ্ট এখানে প্রচুর লোক ভিসিট করে কারণ পৃথিবীর অন্যতম পযটক স্থান। এই দেশ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।

মরিশাস নিয়ে আজকে আলোচনার বিষয় হলঃ

  • মরিশাস এর ভিসা
  •  মরিশাস ভিসা
  • মরিশাস ওয়ার্ক পারমিট
  • মরিশাস গার্মেন্টস ভিসা
  • মরিশাস ভিসার দাম কত
  • মরিশাস বেতন
  • মরিশাস পর্যটন স্থান

মরিশাস এর ভিসা:-

মরিশাস এর ভিসা গুলো নিছে লেখা হলঃ

  1. পর্যটন ভিসা
  2. ওয়ার্ক পারমিট ভিসা
  3. বিজনেস ভিসা

মরিশাস ভিসা:-

#মরিশাস_পর্যটন_ভিসা:- এই ভিসা হল প্রদশন করার জন্য যে ভিসা প্রদান কর হয়।  এটাকে ভিসিট ভিসাও বলা হল।  এই ভিসা ৬ ০  থেকে ৯ ০  দিনের হয়।

#ওয়ার্ক_পারমিট_ভিসা:- এই ভিসা শুধু কোম্পানি আপনাকে প্রদান করতে পারে।  এটা কাজের ভিসাও বলা হয়। এই ভিসা নিদিষ্ট মেয়াদের হয় যেমন ২ বছর বা ৩  বছর। এবং এটি নবায়ণ যোগ্য।

#মরিশাস_বিজনেস_ভিসা:- এই ভিসা ওই দেশে বিনোয়োগ কারীর জন্য প্রযোজ্য। যারা মরিশাস ব্যবসা করতে যেতে চাই বা ব্যবসা করে তারা এই ভিসার আবেদন করেত পাবে।

মরিশাস গার্মেন্টস ভিসা:-

গার্মেন্টস এর কাজের জন্য মরিশাস বাংলাদেশ থেকে প্রচুর লোক নিয়োগ নেই।  এই ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসা বলা হয়।

মরিশাস গার্মেন্টস ভিসার ধরণ:-

এই ভিসা দুই বছর মেয়াদি হয় এবং এটি বেনুয়াল করার সুযোগ আছে।  বেতন ছাড়াও এই কাজে ওভার টাইম হয়।  থাকা খাওয়া কোম্পানি প্রদান করতে পারে। এবং গার্মেন্স কাজে দীর্গ মেয়াদি ভিসার সুযোগ।

গার্মেন্টস এর মরিশাস ভিসা দাম কত :-

গার্মেন্টস কাজের ভিসা আপনার ভিসা খরচ হতে পারে এজেন্সি ফ্রী + মেডিকেল টেস্ট + ভিসা প্রসেসিং + টিকেট দাম সব মিলিয়ে ৩ ৫ ০ ০ ০ ০  থেকে ৪ ৫ ০ ০ ০ ০ টাকা খরচ হতে পারে।

গার্মেন্টস এর মরিশাস ভিসা বেতন:-

  • মেশিন অপারেটর ওয়ার্কার বেতন – ৫ ০ ০ ০ ০  থেকে ৬ ০ ০ ০ ০ টাকা।
  • পেকিং কাজের বেতন – ৪ ৫ ০ ০ ০  থেকে ৫ ৫ ০ ০ ০ টাকা।
  • সুপারভাইজার কাজে বেতন – ৭ ০ ০ ০ ০  থেকে ১ ০ ০ ০ ০ ০ টাকা।

মরিশাস ভিসা দাম:-

মরিশাস ভিসার দাম ভিসা ধরণ অনুসারে বিবরণঃ

  • মরিশাস ভিসিট ভিসার দাম – ১ ৫ ০ ০ ০ ০  থেকে ২ ০ ০ ০ ০ ০ টাকা।
  • মরিশাস ওয়ার্ক ভিসা দাম – ৩ ৫ ০ ০ ০ ০  থেকে ৪ ৫ ০ ০ ০ ০ টাকা।
  • বিজনেস ভিসা দাম – আপনার ইনভেস্টের উপর নির্বর করে।

মরিশাস বেতন :-

মরিশাস বেতন বেতন ৪ ০ ০ ০ ০  থেকে ৫০ ০ ০ ০ ০  টাকা। কর্ম দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্বর করে।

মরিশাস কোন কাজের চাহিদা বেশি:-

মরিশাস এ নিচে বর্ণিত কাজের চাহিদা বেশি:-

  1. ইলেকট্রিক কাজ
  2. প্লাম্বিং কাজ
  3. কার্পেন্টার কাজ
  4. মেসন কাজ
  5. গার্মেসন কাজ
  6. ক্লিনার কাজ
  7. ফুড পিকেটিং কাজ
  8. ড্রাইভার কাজ
  9. ওয়াটার কাজ
  10. শেপ কাজ
  11. কম্পিউটার ক্লার্ক
  12. হেল্পার কাজ
  13. কৃষি কাজ

মরিশাস টাকার মান:-

  • ১  MUR = ২. ৪ ৫ টাকা
  • ১ ০ ০  MUR = ২ ৪ ৫  টাকা
  • ২ ০ ০  MUR = ৪ ৯ ০  টাকা
  • ৩ ০ ০  MUR = ৭ ৩ ৫  টাকা
  • ৫ ০ ০  MUR = ১ ২ ২ ৫  টাকা
  • ১ ০ ০ ০  MUR = ২ ২ ৪ ৫  টাকা

মরিশাস জনসংখ্যা ও অন্য বিবরণঃ  :-

মরিশাসের জনসংখা ১ ৩ লক্ষ প্রায় এবং বেশির ভাগ অন্য দেশের বংশদূত।  যেমনঃ ভারত, চীন আফ্রিকা কার বংশ দূত।  ভাষা মরিশাস, ইংরেজি। এবং এখানকার পর্যটন স্থান গুলো – সাদা বালির সৈকত, ঝর্না, নৌকা, সাতরঙ্গের মাটি ইত্যাদি।

Leave a Comment