কাতার একটি প্রাকৃতিক সম্পদের দেশ , এখানে প্রাকৃতিক গ্যাস ও তেলের বিশাল উৎপাদনের সমাহার। এর কারণে ভিনদেশি কর্মীর প্রধান গন্তব কাতার, এর জন্য একটি কোম্পানি ভিসা প্রয়োজন।
কাতার কোম্পানি ভিসা কোথায় পাবেন নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলঃ
কাতার কোম্পানি ভিসা কি ?
কাতার কোম্পানি ভিসা হল একটি ইমপ্লয় মেন্ট ভিসা সহজ ভাষায় কর্ম সংস্থান ভিসা। যা ও কোম্পানি তার লাইসেন্স উপর ভিত্তি করে গভর্মেন্ট থেকে মোদন পেয়ে থাকে এবং সেই অনুসারে কর্মী নিয়োগ করে। এই কোম্পানি ভিসার মাধ্যমে কর্মীরা নিদিষ্ট সময় প্রযন্ত বৈধভাবে কাজ ও বসবাস করার অনুমতি পাই।
কাতার কোম্পানি ভিসার ধরণ সমূহঃ
কাতারে বিভিন্ন ধরণের কোম্পানি ভিসা সরকার কর্তৃক ইস্যু হয়। ভিসা গুলো হলঃ
- ওয়ার্ক পারমিট ভিসা
- ফ্রি ভিসা
- ইনভেস্ট ভিসা
- ড্রাইভার ভিসা
- গৃহকর্মী ভিসা
- সিকিউরিটি গার্ড ভিসা
কাতার ভিসা প্রয়োজনী কাগজপত্র সমূহঃ
কাতারে কোম্পানি ভিসা যেতে হলে নির্ম লিখিত কাগজ পত্র গুলো সংগ্রহে রাখা প্রয়োজন
- পাসপোর্ট
- ভিসার আবেদন
- চাকরির অফার লেটার
- কাজের দক্ষতা ও স্কুল সাটিফিকেট
- মেডিকেল রিপোর্ট
- পাসপোর্ট সাইজের ছবি
কাতার ভিসা খরচ বিবরণঃ
ভিসা আনুমানিক খরচ নিচে দেওয়া হলঃ
- কোম্পানির স্পনসরশিপ ফ্রী বাবত খৰচ – ২ হাজার থেকে ৫ হাজার রিয়্যাল।
- মেডিকেল বাবত খরচ – ৩ শত থেকে ৫ শত রিয়্যাল।
- লাইফ ইন্সুরেন্স ও মেডিকেল ইন্সুরেন্স খরচ – ৫ শত থেকে ৯ শত রিয়্যাল।
- ID বাবত খরচ – ১ ২ শত থেকে ২ হাজার রিয়্যাল।
কাতার কোম্পানি ভিসা সুবিধা সমূহঃ
- উচ্চ বেতন ও সুবিধা ভালো।
- পরিবারকে স্পন্সর করা সুযোগ
- চাকরি পরিবতনের সুবিধা
- আবাসিক সুবিধা ও উন্নত স্বাস্থসেবা
কাতার কাজ পাওয়ার উপায় সমূহঃ
কোম্পানি সরাসরি নিয়োগ :- কোম্পানি সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়েগ দেওয়া হয়। ওই দেশ থেকে আপনি আপনার সিভি জমা করে ইন্টারভিউতে অংশ গ্রহণ করতে পারবেন।
কোম্পানি এজেন্টের দ্বারা নিয়োগ: – কোম্পানি তাহার এজেন্টের মাধমে ও ইন্টারভিউর আয়োজন করতে পারেন।
অনলাইন জব পোট্রাল ব্যবহার করে:- অনলাইনেও আবেদন করে ও জব সাইট গুলোতে চাকরির আবেদন করে।
আরো জানতে বাংলাদেশী সরকারি ওয়েবসাইট গুরে আসতে পারেন
কাতার কোম্পানি ভিসা প্রদান করি কোম্পানি নাম:-
কাতার ১ ৫ কন্সট্রাকশন কোম্পানির নাম নিচে দেওয়া হলঃ
- al balgh contracting
- green top international
- al ali engineering
- gulf contracting
- harinsa contracting
- larsen & toubro ltd
- arabian construction
- arabian mep contracting
- al darwish engineering
- al jaber engineering
- al sraiya holding
- costle construction
- besix group
- larsen & toubro
- medgulf construction
কাতার কোম্পানি ভিসা বেতন কত :-
কাতারে কোম্পানি ভিসা কাজের বেতন নিধারিত হয়, কাজের দরন ও অভিজ্ঞতার উপর নির্বর করে। নিচে কোম্পানির ভিসা বেতন এর কিছু নমুনা দেওয়া হল। কাতার কোম্পানি ভিসা বেতন সপর্কিত পোস্ট পড়েতে পারেন –
কন্সট্রাকশন কাজে বেতনের বিবরণঃ
- কাতার কন্সট্রাকশন লেবের বেতন : – মাসিক বেতন ১ ২ শত রিয়্যাল থেকে ২ হাজার রিয়্যাল হয়।
- কাতার ক্লিনার বেতন :- মাসিক বেতন ১ হাজার থেকে ১ ৮ শত রিয়্যাল।
- কাতার সিকিরিটি গার্ড বেতন :- মাসিক বেতন ১ ৮ শত থেকে ৩ হাজার রিয়্যাল।
- কাতার কন্সট্রাকশন মেসন বেতন :- মাসিক বেতন ১ ৪ শত থেকে ১ ৮ শত রিয়্যাল।
- কাতার কন্সট্রাকশন টাইল ফিক্সার :- মাসিক বেতন ১ ৪ শত থেকে ১ ৮ শত রিয়্যাল।
- কাটার কন্সট্রাকশন স্টিল ফিক্সার :- মাসিক বেতন ১ ৪ শত থেকে ১ ৮ শত রিয়্যাল।
- কাতার কন্সট্রাকশন স্ক্যাফোল্ডার :- মাসিক বেতন ১ ৪ শত থেকে ১ ৮ শত রিয়্যাল।
- কাতার কন্সট্রাকশন পেইন্টার :- মাসিক বেতন ১ ৪ শত থেকে ১ ৮ শত রিয়্যাল।
- কাটার কন্সট্রাকশন ওয়েল্ডার :- মাসিক বেতন ১ ৪ শত থেকে ১ ৮ শত রিয়্যাল।
- কাতার কন্সট্রাকশন বা সিভিল চার্জ হ্যান্ড :- মাসিক বেতন ১ ৪ শত থেকে ১ ৮ শত রিয়্যাল।
- কাতার কন্সট্রাকশন বা সিভিল সুপারভিসার :- মাসিক বেতন ৩ হাজার থেকে ৭ হাজার রিয়্যাল।
- কাতার কন্সট্রাকশন বা সিভিল সাইট ইঞ্জিনিয়ার :- মাসিক বেতন ৫ হাজার থেকে ১ ০ হাজার রিয়্যাল।
- কাতার কন্সট্রাকশন বা সিভিল সিনিয়র ইঞ্জিনিয়ার :- মাসিক বেতন ৭ থেকে ১ ৩ হাজার রিয়্যাল।
- কাতার কন্সট্রাকশন বা সিভিল স্টোর কিপার :- মাসিক বেতন ২ ৫ শত থেকে ৭ হাজার রিয়্যাল।
- কাতার কন্সট্রাকশন বা সিভিল ড্রাইভার :- মাসিক বেতন ২ হাজার থেকে ৩ ২ শত রিয়্যাল।
- কাতার কন্সট্রাকশন বা সিভিল মেশিন অপারেটর :- মাসিক বেতন ১ ৮ শত থেকে ৩ ৫ শত রিয়্যাল।
- কাতার কন্সট্রাকশন বা সিভিল মেকানিক :- মাসিক বেতন ১ ৮ শত রিয়্যাল থেকে ৩ হাজার রিয়্যাল
- কাতার কন্সট্রাকশন বা সিভিল অফিস অ্যাডমিন :- মাসিক বেতন ৩ ৫ শত থেকে ৭ হাজার রিয়্যাল।
কাতার ফ্যাক্টরি ওয়ার্কার মাসিক বেতনের বিবরণঃ
- কাতার ফ্যাক্টরি হেলপার বেতন :- মাসিক বেতন ১ ৫ শত রিয়্যাল থেকে ২ ৫ শত রিয়্যাল।
- কাতার ফ্যাক্টরি মেশিন অপারেটর :- মাসিক বেতন ২ হাজার থেকে ৩ ৫ শত রিয়্যাল
1 thought on “কাতার কোম্পানি ভিসা সম্পূর্ণ গাইড – 2025”