সৌদি আরব ড্রাইভিং কম্পিউটার টেস্টার ইংরেজি নাম – THEORY TEST. এই পরীক্ষা আপনি ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করার পর পর অংশ গহন করতে হয়।
সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার পরীক্ষা মাধ্যমে শিক্ষাথী শিখানো হয় যে রোডের বিভিন্ন সাইন বোডের নির্দেশিকা ও রোড সম্পর্কিত আইন কানুন।
এই পোস্টে আপনি আরো জানতে পারবেন
- সৌদি ড্রাইভিং লাইসেন্স ফ্রী
- সৌদি ট্র্যাফিক সাইন
- সৌদি আরবে গাড়ি চালানোর নিয়ম
- ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা
- সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স ভিসা
- সৌদি ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার টেস্ট
- সৌদি ড্রাইভিং স্কুল
- সৌদি ড্রাইভিং লাইসেন্স বই
- সৌদি ড্রাইভিং ভিসা বেতন কত
সৌদি ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার পরীক্ষার প্রধান ধাপ সমুহঃ
কম্পিউটার পরীক্ষার সম্পূর্ণ গাইড –
এই পরীক্ষায় ভাষা আরবি ও ইংরেজিতে হয় ও প্রশ্ন গুলো

সার্বিয়া বেতন কত জানতে কিল্ক করুন
কম্পিউটার পরীক্ষা: – এই পরীক্ষা এমসিকিউ প্রশ্ন ও উত্তর, এখানে প্রশ্ন থাকে ও নিচে চারটি উত্তর থাকে সেখানে টিক্ লাগানো। এই প্রশ্ন গুলো সৌদি আরবের রোড আইন যেমন ট্রাফিক সাইন বোডের নিয়ে হতে পারে, লাইন চেঞ্জ করার নিয়ম নিয়ে হতে পারে, ড্রাইভিং জরুরি অবস্থা কি করণীয় ইত্যাদি নিয়ে প্রশ্ন হতে পারে।
কম্পিউটার পরীক্ষার প্রস্তুতি: – অনলাইন প্রাকটিস করুন ও YOUTUBE এর ভিডিও দেখে অনুশীলন করুন।
পরীক্ষার সময় করণীয় :- পরীক্ষার সময় আপনার করণীয় বিষয় গুলোর হল
- আপনার মন স্থিন করুন
- প্রশ্ন গুলো মনোযোগ দিয়ে দেখুন পড়ুন এবং সঠিক উত্তর দিন।
- পরীক্ষার সময় হিসেবে একটা প্রশ্ন উত্তর সময় নির্ধারণ করুন।
- সন্দেহ হলে ভালো করে চিন্তা করুন।
সৌদি আরব ড্রাইভিং টেস্ট
সৌদি আরব দুইটি পরীক্ষা হয়ে থাকে যেমনঃ
- লিখিত পরীক্ষা – এটি কম্পিউটার পরিক্ষার।
- প্রাকটিক্যাল পরীক্ষা – গাড়ি চালিয়ে যে টেনিং কর হয়।
সৌদি আরবের কোম্পানি চাকরি সম্পর্কে জানতে পড়ুন
সৌদি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা :-
সাধারণত সৌদি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা তিনটি ধাপ হয়। যেমনঃ
- মোখিক পরীক্ষা :-
- ড্রাইভিং টেস্ট
- কম্পিউটার পরীক্ষা
সৌদি আরব ড্রাইভিং মোখিক পরীক্ষা :
এই পরীক্ষায় সাধারণত রোডের সাইনবোর্ডের নির্দেশিকা সম্পর্কে ধারণা দেওয়া হয় ও এর পরীক্ষা নেওয়া হয়। সাইন গুলো হল –
- স্প্রিড লিমিট / রোডের গতি –
- স্টপ সাইন / থামুন –
- নো এন্ট্রি / এখানে ঢুকবেন না –
- উ ট্রান / গুরে যান –
- পার্কিং / এখানে গাড়ি রাখুন
- ট্রাফিক লাইট
সিগন্যাল টেস্ট এর সাইনবোর্ডের কিছু ফটো দেখে আসুন
সৌদি আরব ড্রাইভিং টেস্ট :
এই পরীক্ষায় আপনার গাড়ি চালানোর দক্ষতা যাচাই করা হয়। যেমনঃ
- গাড়ির স্টাডিং কন্ট্রল
- গাড়ির ব্র্যাক কন্ট্রোল
- ব্যাক গিয়ার কন্ট্রোল
- ট্রাফিক আইন ও সাইন মেনে চলা
সৌদি আরব ড্রাইভিং কম্পিউটার পরীক্ষা :-
আপনাকে কম্পিউটার এ যে প্রশ্ন গুলো উত্তর দিতে হবে। যেমনঃ
- ট্রান্সফিক আইন ও নিয়মের উত্তর
- রোডে সাইনবোর্ডের নিয়ে প্রশ্ন উত্তর
- দুর্ঘটনা এড়ানোর নিয়ম নিয়ে প্রশ্ন উত্তর
- জরুরি পরিস্থিতি মোকাবেলা করা নিয়ে প্রশ্ন উত্তর
সৌদি ড্রাইভিং স্কুল:
সরকারি ও বেসরকারি অনেক ড্রাইভিং স্কুল আছে, তাহার মাজে অন্যতম সৌদি আরবের ড্রাইভিং স্কুল গুলোর নাম :-
- দর আল জানদারী ড্রাইভিং স্কুল – রিয়াদ, জেদ্দা, দাম্মাম
- সৌদি ড্রাইভিং স্কুল – রিয়াদ
- আল আহসা ড্রাইভিং স্কুল –
- কুদাই ড্রাইভিং স্কুল – মক্কা
- ইস্ট্রান প্রভিশ ড্রাইভিং স্কুল – দাম্মাম
সৌদি ড্রাইভিং স্কুলে ভর্তি প্রয়োজনী কাগজপত্র:-
- আকামা
- মেডিকেল রিপোর্ট
- পাসপোর্ট সাইজের ফটো
- আবেদন ফি
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার চিহ্ন:-
Nice introduction