সঠিক নিয়মে দরখাস্ত ও দরখাস্ত লেখার নিয়ম ছবি

সঠিক নিয়ম আপনি দরখাস্ত লিখার নিয়ম না জানা থাকলে চিন্তা নেই আমরা আপনাকে দরখাস্ত লিখার নিয়ম শিখিয়ে দেব। আবেদন পত্র দুই ধরণের হয়।  যেমন – ব্যাক্তিগত আবেদন ও পেশাগত আবেদন।

আমাদের এই পোস্টে আপনি জানতে পারবেন :-
  • দরখাস্ত লেখার নিয়ম 2024
  • অসুস্থতার জন্য দরখাস্ত লেখার নিয়ম ছবি 2024
  • প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম 2024
  • চাকরির দরখাস্ত লেখার নিয়ম 2024
  • অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম 2024
  • বাংলা দরখাস্ত লেখার নিয়ম 2024
  • মেডিকেল ছুটির দরখাস্ত লেখার নিয়ম 2024
  • ছুটির দরখাস্ত লেখার নিয়ম 2024
  • অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম 2024
  • চাকরির দরখাস্ত লেখার নিয়ম 2024
  • অধ্যক্ষ বরাবর দরখাস্ত লেখার নিয়ম 2024

 

বাংলা  দরখাস্তড ও আবেদন কি  :-

কোন নিদিষ্ট বিষয় নিয়ে কর্তৃপক্ষের নিকট যে বাংলা দরখাস্ত লিখা হয় বা বলতে পারেন লিখিনি আকারে যে চিঠি প্রদান করা হয় সেটা হল দরখাস্ত।

বাংলা  দরখাস্তড কত প্রকার :-

দরখাস্ত প্রকারবেদ – আবেদন দুই ধরণের হয়

  • ব্যক্তিগত
  • পেশাগত

ব্যক্তিগত আবেদন গুলো নাম :-

  1. ছুটির আবদেন
  2. নাম সংশোধনের আবেদন
  3. শিক্ষা সনদ ও প্রবেশ পত্রের আবেদন
  4. ব্যাংক একাউন্ট খোলার আবেদন
  5. জন্য নিবন্দনের যাবেন
  6. টেলিফোন সংযোগের আবেদন
  7. জন্ম সনদ আবেদন
  8. কৃষি ঋণের আবেদন

পেশাগত আবেদন গুলো নাম :-

  1. চাকরির আবেদন
  2. প্রকশনের বা বেতন বাড়ানোর আবেদন
  3. ট্রান্সফারের আবেদন
  4. ভিসা আবেদন
  5. সরকারি সাহায্যের আবেদন

 

বাংলা  দরখাস্ত কোথায় কোথায় করা হয় :-

দরখাস্ত লিখতে হয় সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে।  যেমন –

  1. স্কুলে 
  2. কলেজে 
  3. সরকারি অফিস 
  4. এনজিও অফিস 
  5. বেসরকারি অফিস

দরখাস্ত লেখার নিয়মাবলী :-

দরখাস্ত লেখার নিয়মাবলী নিচে সংক্ষেপে বিবরণ

  • তারিক:
  • প্রাপক:
  • বিষয়:
  • রেস্পেক্ট:-
  • মূল অংশ:
  • উপসংহার:
  • নিবেদন:
  • প্রেরকের নাম ঠিকানা

দরখাস্ত লেখার ভাষা সুন্দর ও সুমার্জিত হওয়া অচিৎ।  কারণ এটি পড়ার পরে অনুমতি প্রদান করে হয়।  দরখান্ত লেখার ক্ষেত্রে মনে রাখা উচিত:-

  • দরখাস্ত টি অবশ্যই সাদু ভাষায় লিখতে হবে।
  • দরখাস্ত ভাষা সুন্দর হতে হবে।
  • দরখাস্ত সংক্ষেপে এক পিষ্ঠায় লিখতে হবে।
  • আবেদনের বিষয় বস্তু স্পষ্ট লিখতে হবে।
  • আবেদন বিষয় বস্তু অনুসারে সঠিক তর্থ প্রদান করেত হবে।
  • দরখাস্ত অনুমতি প্রদানের আশা ব্যাক্ত করেত হবে।
Read More

3 thoughts on “সঠিক নিয়মে দরখাস্ত ও দরখাস্ত লেখার নিয়ম ছবি”

Leave a Comment