ইমেইল লেখার নিয়ম শেখার আগে আমাদের জানতে হবে – ইমেইল কি? ইমেইল কেন লিখতে হয় ? ইমেইলের কাজ কি? ইমেইল কোথায় পাবো ? কি ভাবে বানাবো ইত্যাদি
আমার এই পোস্টে আপনারা আরো জানতে পারবেনঃ
- ইমেইল লেখার নিয়ম
- বাংলা ইমেইল লেখার নিয়ম
- ইমেইল লেখার নিয়ম বাংলা
- পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম
- চাকরির জন্য ইমেইল লেখার নিয়ম
- প্রফেশনাল ইমেইল লেখার নিয়ম
- ইংরেজিতে ইমেইল লেখার নিয়ম
- ইমেইল লেখার নিয়ম ইংরেজিতে
- মোবাইল থেকে ইমেইল লেখার নিয়ম
E-MAIL # ইমেইল বা ই-মেইল এর কয়টি অংশ ও কি কি ?
ইমেলের অংশ গুলো নিচে লিখা হলঃ
- রিসিভ বা গ্রহণ কারীর ঠিকানা (RECIPIENT)
- সাক্ষী বা কার্বন কপি (CARBON COPY)
- গোপনীয় সাক্ষী (BLIND CARBON COPY)
- বিষয় বস্তু (SUBJECT)
- সমাধান (SALUTATION)
- মূল কথা গুলো (E-MAIL BODY)
- সেন্ডার নাম বা প্রেরণ কারীর নাম (SIGNATURE)
- ডকুমেন্ট বা ফটো যোগ করা (ATTACHMENT)
- প্রেরণ বাটুন (SEND BUTON)
ইমেইল লেখার পরিচিতি নিচে সংক্ষিপ্ত আকারে বিবরণ:-
- 1 > TO # ইমেইল রিসিভ বা গ্রহণ করি (Email Recipient) : – আপনি যার কাছে ইমেইল পাঠাচ্ছেন তাহার ঠিকানা যেমনঃ onlineinfobangla@gmail.com
- 2 > CC # সাক্ষী বা কার্বন কপি (Carbon Copy) :- আপনি এই চিঠির সাক্ষী রাখতে হলে সাক্ষীর ইমেইল ঠিকানা দিয়ে সাক্ষী রাখতে পারেন। এই সাক্ষী গুলো গ্রহণ করি দেখতে পারবে।
- 3 > BCC # গোপনীয় সাক্ষী (Blind Carbon Copy) :- এই অপশনে রিসিভ করি দেখতে পারবেনা।
![]() |
ইমেইল লেখার নিয়ম |
- 4 > SUBJECT # বিষয় বস্তু (Subject) :- বিষয় বস্তুতে আপনি আপনার ই-মেইলের হেডলাইন লিখবেন। যেমনঃ আমি “OFFER LETTER OF MR ONLINE INFO”
- 5 > শুভেচ্ছা (Salutation) :- এই অপশনে আপনি লিখতে পারেন – কেমন আছে আসা করি ভালো আছেন। ভালো থাকাটা কামনা করি ইত্যাদি।
- 6 > ইমেইলের মূল বিষয় বস্তু (Email Body) :- এই অপশনে আপনি আপনা মূল বিষয়ে বিবরণ আকারে কিকতে পারেন।
- 7 > ঠিকানা যোগাযোগ মার্ধমের ঠিকানা (Signature) :- এই অপশনে আপনি আপনার নাম, পদবী, মোবাইল নাম্বার, ঠিকানা, ইত্যাদি লিখতে পারেন।
- 8 > ডকুমেন্ট বা কাগজ বা ফটো (Attachment) :- এই অপশনে আপনি আপনার প্রয়োজনী কাগজ যোগ করতে পারবেন।
- 9 > (Send Button) :- সব কিছু ঠিক থাকলে এখন আপনি পাঠানোর বাটুন চাপুন।
![]() |
ইমেইল লেখার নিয়ম |
১ # কিছু ইমেল লিখার নিয়ম ও নমুনা নিচে দেখানো হলো – চাকরির জন্য ইমেইল লেখার নিয়ম
চাকরির জন্য ইমেইল লেখার নিয়ম এর নমুনা নিচে দেখানো হলঃ
![]() |
ইমেইল লেখার নিয়ম |
২ # কিছু ইমেল লিখার নিয়ম ও নমুনা নিচে দেখানো হলো – ছুটি বাড়ানোর জন্য ইমেইল লেখার নিয়ম
![]() |
ইমেইল লেখার নিয়ম |
E-MAIL # ইমেইল বা ই-মেইল কেন লিখতে হয়?
ইমেইল লিখতে হয় – আপনার কথা গুলো লিখিত আকারে বা চিঠির মত সহজ ভাষায় প্রকাশ এর মাধ্যমে গ্রহণ করি কে বার্তা পাঠানো।
ইমেইল ডিজিটাল যুগে অন্নতম যোগাযোগ মার্ধম। যাহার মাধ্যমে সহজে ও দ্রুত নিচে বর্ণিত কাজ গুলো সম্পন্ন করা হয় –
- যে কোন ব্যক্তিগত যোগাযোগ। বন্ধু ও পরিবার এর সাথে যোগাযোগ যেমন কোন আমন্ত্রণ, ছবি বা ফাইল শেয়ার করা।
- যে কোন অফিসিয়াল যোগাযোগ, মিটিং, চাকরির আবেদন, ছুটির আবেদন ইত্যাদি।
- ব্যাবসায়িক কাজে ইমেইল। মাল পত্র অর্ডার, চালান, কাস্টমার সাপোর্ট, মাল পত্রের প্রমোশন ইত্যাদি।
E-MAIL # ইমেইল বা ই-মেইল কি? What is the E-mail?
E-MAIL – ইমেইল কে আমার সহজে বলেন পারি একটি চিঠি পাঠানোর মাধ্যম। চিঠি পাঠালে ডাকযোগে লিখিত ঠিকানায় যেতে সময় লাগতো কয়েক দিন কিন্তু ইমেইল পাঠালে সময় লাগে কয়েক সেকেন্ড।
ইমেইল এর অর্থ হল – ইলেকট্রিক মেইল সহজ বাংলায় বলতে গেলে ডিজিটাল বার্তা প্রেরণ ও গ্রহণের মাধ্যম। বা ডাকঘর ও বলা যেতে পারে।
E-MAIL # ইমেইল বা ই-মেইল কেন লিখতে হয় ?
ইমেইল আজকে ডিজিটাল দুনিয়ার গুরুত্ব পূর্ন অবদান রাখে, যেমন আপনি একটি গুরুত্ব পূরণ কাগজ বা গুরুত্ব পূরণ কিছু কথা কারো কাছে পাঠাতে চান আর সঠিক ভাবে রেসিভড হয়েছে কি না তাহার ইনফরমেশন আপনি যে কোন সময় আপনার ইমেইল দেখতে পারবেন।
E-MAIL # ই-মেইল কি কি কাজে ব্যবহার করা হয়
দৈনিন্দিন কাজে ডিজিটাল দুনিয়ায় ইমেইল ব্যবহার অনেক বেশি। সবাই ইমেইল বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকে। যেমনঃ
- চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে
- কারো কাছে আপনার সিভি পাঠাতে ক্ষেত্রে
- অফিসের কাজে ক্ষেত্রে
- সরকারি কর্মক্ষেত্রে
E-MAIL # বাংলা ইমেইল লেখার নিয়ম
বাংলা ইমেইল লেখার নিয়ম আর ইংরেজি ইমেইল লেখার নিয়ম একই। একটা ইংরেজিতে আর একটি বাংলা ভাষায় লিখতে হয়।
নিচের ছবিতে বাংলা ইমেইল লেখার নিয়ম দেখানো হল
![]() |
বাংলা ইমেইল লেখার নিয়ম |
E-MAIL # ইমেইল কত প্রকারঃ
ইমেইল সার্ভিস প্রোভাইডার গুলো :-
ইমেইল লিখার নিয়ম নিয়ে আলোচনার পর এখন জানবো ইমেইল কত প্রকার। ইমেইল এর প্রকার গুলো নিচে দেখানো হল
- ইমেইল (E-MAIL) যেমন – ০ ০ ০ ০ @abc.com
- জিমেইল (G-MAIL) যেমন – abc@gmail.com
- ইয়াহু মেইল (YAHOO MAIL) – abc@yahoo.com
- হট মেইল (HOT MAIL) – abc@hotmail.com
EMAIL – ইমেইল সার্ভিস সম্পর্কে কিছু কথা :-
ইমেইল মূল বৈশিষ্ট ও সুবিধা সমূহঃ
- ইমেইল বার্তা প্রেরণ ও গ্রহণ সহজ এবং দ্রুত ও সিকিউরিটি সম্পন্ন।
- ইমেলে একসাথে অনেক ব্যক্তি কে পাঠানো সম্ভব।
- ইমেইলে সাক্ষী স্বরূপ ব্যক্তি কে রাখা সম্ভব।
- ট্র্যাকিং করতেও সহজে পাঠানোর বা গ্রহণ তারিখ ও সময় ট্র্যাক করা যাই।
- ইমেইল আপনি বিনা মূল্যে ব্যবহার করতে পারেন শুধু ইন্টারনেট সংযোগ ও মোবাইল বা কম্পিউটার প্রয়োজন।
- ইমেইল আপনি যে কোন দূরত্বে পাঠাতে পারবেন।
- ইমেইলের ব্যবহার করে যে কোন অফিসিয়াল কাগজ পত্র মুহূতের পাঠানো সম্ভব।
আরও পড়ুন: CV লেখার নিয়ম – বাংলা ও ইংরেজিতে
পরীক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম:-
পরীক্ষার খাতায় ইমেইল কি ভাবে লিখবেন তাহার লিখিত নমুনা ও পরিক্ষার খাতায় ইমেইল লেখার নিয়ম নিয়ে আলোচনা নিচে করা হল :-
- চাকরির জন্য ইমেইল লেখার নিয়ম – নমুনা PDF
- ছুটির জন্য ইমেইল লেখার নিয়ম – নমুনা PDF
- কাজের জন্য ইমেইল লেখার নিয়ম – নমুনা PDF
- বাংলা ২ য় পত্র ইমেইল লেখার নিয়ম – নমুনা PDF
- একটি ইমেইল দিয়া অনেকগুলো ইমেইল লেখার নিয়ম – নমুনা PDF
- বাংলা ইমেইল লেখার নিয়ম hse – নমুনা PDF
- প্রোফেসনাল ইমেইল লেখার নিয়ম – নমুনা PDF
মোবাইল থেকে ইমেইল লেখার নিয়ম জানতে – পড়ুন
3 thoughts on “সহজে বাংলা ও ইংরেজিতে ইমেইল লেখার নিয়ম-২ ০ ২ ৫”