আরবিতে বলদিয়া শব্দের অর্থ হল মিউনিসিপার্টি বা পরিবেশ মন্ত্রনালয় অধীনে পরিচালিত হয়। সৌদি আরবে বলদিয়া কোম্পানির ভূমিকা অনেক তারা স্থানী প্রশাসনিক উন্নয়নের কাজ ও পরিস্কার পরিছন্ন কাজে নিয়োজিত।
আজকে আমাদের আলোচনা সৌদির আরব বলদিয়া বা ক্লিনার কোম্পনি ভিসা চাকরি ও বেতন – জব ফর বাংলাদেশী।
চাকরির জন্য সিভি বানানোর নিয়ম
সূচিপত্র:
hide
সৌদি বলদিয়া কোম্পানির কাজঃ –
সৌদি আরব বলদিয়া বা ক্লিনার কোম্পানির কাজ গুলো হলঃ
- সিটি বা নগর উন্নয়ন
- পরিষ্কার পরিছন্ন
- পরিবেশ সুরক্ষা
- বাজার নিয়ন্ত্রণ
- আবাদিক ও বাণিজ্যিক অনুমোদন
সৌদি বলদিয়া কোম্পানিতে কাজে নামঃ
সৌদি বলদিয়া কোম্পানিতে বাংলাদেশিরা সাধারণ কাজ করে। যেমনঃ
- ক্লিনিং সার্ভিস
- সিকিউরিটি সার্ভিস
- অফিস বয়
- ড্রাইভার
সৌদি বলদিয়া বা ক্লিনার কোম্পানির বেতনঃ
- #ক্লিনিং কাজের বেতন – ১ হাজার থেকে ২ হাজার।
- #সিকিরিটি কাজের বেতন – ২ হাজার থেকে ৩ হাজার।
- #অফিস বয় কাজের বেতন – ১ ২ শত থেকে ২ হাজার।
- #ড্রাইভার কাজের বেতন – ২ হাজার থেকে ৪ হাজার।
সৌদি আরব বলদিয়া বা ক্লিনার কোম্পানির কাজের সংক্ষিপ্ত বিবরণঃ
- রাস্তা পরিষ্কার পরিষ্কার করা।
- নালা পরিষ্কার করা
- আবর্জনা সংগ্রহ
- বাগান তৈরী কর
- বাগান পরিষ্কার করা
- ক্ষতি কর পোকামাকড় নিধন বা পেস্ট কন্ট্রোল
সৌদি আরব বলদিয়া বা ক্লিনার কোম্পানির ভিসার দামঃ
সৌদি আরব বলদিয়া কোম্পনির ভিসার দাম ২ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা খরচ হয়।
সৌদি বলদিয়া বা ক্লিনার কোম্পানির নামঃ
সৌদি আরবের বলদিয়া (ক্লিনিং, পরিষ্কার পরিছন্ন কোম্পানি) সার্ভিস কোম্পানি গুলোর নাম নিচে প্রকাশ করা হলঃ
- রিয়াদ মিউনিসিপালিটি
- জেদ্দা মিউনিসিপালিটি
- দাম্মাম মিউনিসিপালিটি
- মক্কা মিউনিসিপালিটি
- খোবার মিউনিসিপালিটি
- আল ইয়ামামা কোম্পানি
- আল তুইক কোম্পনি
- আল ফাহাদ কোম্পনি
- আল মাজাল কোম্পানি
সৌদি আরব ভিসা ও কাজ সম্পর্কিত পোস্টঃ
1 thought on “সৌদি আরব বলদিয়া কোম্পানি নাম – ক্লিনার কোম্পানি ভিসা চাকরি ও বেতন-2025”