দুবাই সুপার মার্কেট ভিসা – চাকরি ও বেতন – দুবাই জব ফর বাংলাদেশী

দুবাই একটি অত্যাধুনিক শহর।  এই শহরটি ইউনাইটেড আরব আমিরাতে অবস্থিত।  এই আধুনিক অপরিবতিত রাখার জন্য এখানে জীবন যাত্রার ম্যান ঠিক রাখতে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাহার মাজে অন্যতম সুপার মার্কেট ব্যবসা।

আজকে আমাদের আলোচনা – দুবাই সুপার মার্কেট ভিসা, বেতন।

 

দুবাই সুপার মার্কেট ভিসা
দুবাই সুপার মার্কেট ভিসা

 

 

সুপার মার্কেটে চাকরির জন্য সিভি বানানোর নিয়ম

দুবাই সুপার মার্কেট ভিসা কোথায় পাবেন ?

দুবাই সুপার মার্কেট ভিসা নিতে হলে আপনি নিচের দেওয়া তর্থ থেকে চেষ্টা করতে পারেন
  • সরকারি ভাবে ভিসা সংগ্রহ 
  • ভিসা এজেন্ট থেকে সংগ্রহ 
  • রিলেটিভ থেকে ভিসা সংগ্রহ 
  • নিজে ব্যবসা শুরু করা 
  • টাইপিং সেন্টার সাহায্য 

দুবাই সুপার মার্কেট ভিসা কি যোগ্যতা লাগে ?

দুবাই সুপারমার্কেট জবে বা চাকরিতে যোগ্যতা লাগে :-
  • শিক্ষা : – হাই স্কুল। 
  • ভাষা :- দুবাই এর জন্য আরবি বা ইংলিশ। 
  • ড্রাইভিং লাইসেন্স :-  থাকলে ভালো না থাকলেও সমস্যা নেই। 
  • কাজের অভিজ্ঞতা :- কাজের অভিজ্ঞতা থাকলে বেতন ভালো পাওয়া যায়।

দুবাই সুপার মার্কেটে ভিসা কাজ কি কি ?

  • ম্যানেজার 
  • ক্যাশিয়ার 
  • হেল্পার 

দুবাই সুপার মার্কেট কাজের সময়: –

দুবাই সুপার মার্কেট কাজের সময় ৮  ঘণ্টা কাজ + ওভার টাইম

দুবাই সুপার মার্কেট ভিসা চাকরির বেতন :-

#ম্যানেজার কাজের বেতন ৫  থেকে ১ ০  হাজার দেরহাম। 
#কেশিয়ার কাজের বেতন ২  থেকে ৪  হাজার দেরহাম। 
#হেলপার কাজের বেতন ১ ৫  শত থেকে ৩  হাজার দেরহাম। 
 

দুবাই সুপারমার্কেট জব সুযোগ সুবিধা:-

  • ভিসা : ভিসা ফ্রি প্রদান করা হয়।
  • মেডিকেল ইন্সুরেন্স :- প্রদান করা হয়।
  • আকামেন্ডেশন :- কোম্পানি প্রদান করে।
  • খাওয়া :- কোম্পানির পলিসি অনুযায়ী নাও হতে পারে।
  • এয়ার টিকেট :- কোম্পনি প্রদান করে।

দুবাই কিছু সুপার মার্কেটের নাম:-

দুবাই কিছু সুপার মার্কেট ও সুপার শপ এর নাম নিচে দেওয়া হলঃ

  •  Nesto hypermarket
  •  Carrefour
  • Lulu Hypermarket
  • Waitrose
  • Union Coop
আরো জানতে পড়ুন 

Leave a Comment