সহজ নিয়মে সৌদি আরব ভিসা ও ই-ভিসা চেকিং ও ভিসার প্রকারভেদ

আজকে আমাদের আর্টিকেল সহজ নিয়মে সৌদি আরব ভিসা চেকিং করার নিয়ম নিয়ে আলোচনা করব। আপনি সৌদির ভিসা চেক করতে পারবেন পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর দিয়ে, ভিসার দরখাস্ত নম্বর সাহায্যে।

সৌদি সরকারি ওয়েব সাইট গিয়ে প্রয়োজনী ইনফরমেশন প্রদান করে আপনার সৌদি ভিসা চেকিং ও সৌদি আরবের ভিসা অনলাইন চেক করার নিয়ম পড়ে আপনি আপনার সৌদি আরব ভিসা চেকিং  করে নিতে পারেন

  • সৌদি ভিসা চেক
  • পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদির ভিসা চেক
  • সৌদির আরব ভিসা চেকিং
  • সৌদি আরব অনলাইন ভিসা চেক
  • ভিসা চেক সৌদি আরব
  • সৌদি আরব ভিসা চেক করার নিয়ম
  • সৌদি ভিসা চেক করার নিয়ম
এই সকল সার্চের উত্তর আমাদের পোস্টে দেখানো হল

 

সৌদি ভিসা চেকিং ওয়েব সাইট:-

সৌদি আরব ভিসা চেকিং করার ওয়েব সাইট হল –  ksavisa.sa। এই ওয়েব সাইট থেকে আপনি বাংলাদেশ থেকেও ভিসা চেকিং করতে পারবেন।

ভিসা চেকিং ওয়েব সাইট কোথায় পাবেন ?👇

আপনি মোবাইলে গুগল গিয়ে সৌদি আরব ভিসা চেকিং লিখে ইন্টার করলে সামনে দেখবেন। ওয়েব সাইট visa.mofa.gov.sa এই ওয়েব সাইট গেলে আপনাকে আপডেট ভার্সন যেতে বলবে (try the platfrom ) এটাতে কিল্ক করে নতুন ওয়েব সাইট প্রবেশ করবেন।  নিচে ধাপে ধাপে ভিসা চেকিং করার নিয়ম দেখানো হয়েছে। 👇
সহজ নিয়মে সৌদি আরব ভিসা চেকিং
সৌদি আরব ভিসা চেকিং

 

সৌদির ভিসা চেকিং করতে কি কি লাগে ?👇

সৌদি আরব ভিসা চেকিং করে আপনার লাগবে
  • পাসপোর্ট নম্বর
  • আবেদন নম্বর
  • ভিসার ধরন
  • ভিসা নম্বর
  • আপনার জাতীয়তা
  • ভিসা ইসু কারী বিবরণ (কনসুলেট নাম)
সব তর্থ সঠিক ভাবে চেক করে প্রদান করবেন।

সৌদির ভিসার কত প্রকার ? 👇

সব দেশের ভিসার ক্যাটাগরি একই রোকোর।  সৌদি ভিসার – কাজের ভিসা, ভিসিট ভিসা, মেডিকেল ভিসা, ইনভেস্টার ভিসা ইত্যাদি।
👉সৌদি আরবে কোম্পনির ভিসা ও  কাজের ভিসার সম্পর্কে জানতে ও বেতন সম্পর্কে জানতে

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদির ভিসা চেকিং করার নিয়ম :-

#ধাপঃ ১ – সৌদি আরবের ভিসা চেকিং করতে ইন্টারনেট যুক্ত ডিভাইজ হাতে নিন এবং ব্রাউস করুন।  ব্রাউজারে লিখুন ksavisa.sa এবং ইন্টার করুন এবং ইন্টার পেস করুন।   এবং আপনার একাউন্ট বানিয়ে নিন বা লগইন করে নিন।
আপনার ভাষা পরিবতন করে
এখানে পাবেন – FIND YOUR VISA TO TRAVEL TO SOUDI ARAB নিচের ভিসার নাম গুলি পাবেন –
  • VISIT
  • TRANSIT
  • WORK
  • HAJJ – (হাজ্ ভিসা জন্য আপনি NUSUK আপ্পস থেকে চেক করতে পারবেন )
  • OTHER
সৌদি আরবের ভিসা চেকিং
সৌদি আরবের ভিসা চেকিং

#ধাপঃ ২ – 

 
ভিসিট ভিসা:-  আবেদনের জন্য আপনি নিচের এই পেজ টি পাবেন 
 
সৌদি আরব ভিসা ও ই-ভিসা চেকিং
সৌদি আরব ভিসা ও ই-ভিসা চেকিং

এখানে লিখতে হবে আপনি কেন সৌদি আরব ভিসিট করতে চান এবং আপনার জাতীয়তা 

 
ট্রানসিট ভিসা:-  এই ভিসার ক্ষেত্রে আপনি নিচে এই অপশন গুলি দেখতে পারবেন।  এবং সিলেক্ট করবেন। 
 
 
 
সৌদি আরবের ভিসা চেকিং 4
সৌদি আরবের ভিসা চেকিং

 

ওয়ার্ক ভিসা :-   এই পেজ আপনি নিচের এই অপশন গুলি দেখতে পারবেন।  এখন থেকে সিলেক্ট করে নিন। 
 
 
 
সৌদি আরবের ভিসা চেকিং
সৌদি আরবের ভিসা চেকিং

 

হাজ ভিসা :-   
হজের ভিসা চেক করতে হলে HAJJ  অপশনে গেলে আপনাকে বলবে MUSUK একটা মোবাইল আপস থেকে কে করুন আপস এর নাম “MUSUK” এই আপস নিয়ে পরে আটিকেল পাবেন। 

 

এখানে আপনি সিলেক্ট করবেন কোন ভিসা আপনি চেক করতে চাচ্ছেন।  ভিসিট ভিসা, ট্রানসিট ভিসা, ওয়ার্কস ভিসা, হাজ ভিসা, অন্ন ভিসা।
#ধাপঃ ৩  – ভিসার ধরন সিলেক্ট করা হয়ে গেলে আপনি পাবেন নিচে এই পেজ। 
নিচের পেজ গিয়ে আপনি আপনার লিখতে হবে 
  • পাসপোর্ট নম্বর 
  • জাতীয়তা 
  • ভিসার ড্রোন 
  • ক্যাপসা সমাধান 
  • সার্চ বাটন কিল্ক করুন 
সঠিক ভাবে তর্থ প্রদান করুন –

 

#ধাপঃ ৩ – এখানে আপনার ছবি, নাম পাসপোর্ট নাম্বার সহ পুরো বিবরণ দেখতে পাবেন।  

ভিসার নম্বর এপ্লিকেশন নাম্বার দিয়ে সৌদির ভিসা চেকিং করার নিয়ম : –

ভিসা বা আপ্লিকেশন নম্বর দিয়ে উপরোক্ত নিয়মে ভিসা চেক করে নিতে পারবেন।

SOUDI VISA CHECK ONLINE: –

সৌদি আরবে কত বাংলাদেশী জব করে ?

সৌদি আরবে বাংলাদেশী কর্মীর সংখ্যা সরকারি লিস্টে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৩০ লক্ষ বাংলাদেশী সৌদি আরবে জব করে। সৌদির আরবের জব সম্পর্কে জানতে এই পোস্ট টি পড়ে নিতে পারেন।

নতুন নিয়মে সৌদির ভিসা চেক করার নিয়মঃ

আমার এই পোস্টে নতুন নিয়মে ভিসা চেক করার সকল কিছু দেখানো হয়েছে।  সৌদি ভিসা চেকের নিয়ম -২ ০ ২ ৪।
আরো পড়ুন – 

FAQ

প্রশ্নঃ নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার নিয়ম?

উত্তরঃ পাসপোর্ট অথবা আপনার ভিসা আপ্লিকেশন নাম্বার দিয়ে KSAVISA.SA ওয়েব সাইট থেকে আপনার সৌদি আরবের যে কোন ভিসা চেক করে নিতে পারবেন। এখানে আপনার পাসপোর্ট নম্বর , জাতীয়তা, ভিসা ইস্যুইং অথরিটি নাম বসাতে হবে। nationality – bangladesh ও visa authority – dhaka লিখতে হবে।

Leave a Comment