💞💌💞TOP ২০০ ভালোবাসার ছন্দ 💞💌💞
প্রেম ভালোবাসার বলতে মনের অনুভূতি তাহার কোন রকম নেই ওজন নেয় আয়তন নেই সুদু মনের মনিকোঠায় কিছু অনুভূতি সৃষ্টি করে থাকে। প্রেম ভালোবাসা কাওকে প্রকাশ করে। রোমান্টিক ছন্দ কবিতা আকার প্রেমিকাকে বা প্রেমিককে কিছু আবেগপূণ কথা বলা।
💞💌💞প্রেম মানে কি ? 💞💌💞
– প্রেম মানে কারো অবর্তমানে থাকে মিস করা। প্রেম মানে প্রেমিক কে মনের চোখ দিয়ে অনুভব করে। প্রেমিকের মাজে এক অন্যরকম অনুভূতি খুঁজে পাওয়া। প্রেমিকের সাথে সময় কাটাতে ভালো লাগা। মনের মাজে তোহাকে কল্পনায় আঁকা। তাহার সুখে দুঃখে হাসি কান্নায় পাশে থাকা।
ভালোবাসা কি ?
–
আমরা প্রেমে পড়ি কেন ?
–
💞💌💞ভালোবাসার ছন্দ💞💌💞
১
তুমি আমার রঙিন স্বপ্ন (ছন্দ )
তুমি আমার রঙিন স্বপ্ন,
কল্পনার ছবি
তুমি আমার আকাশ বাতাস,
২
যদি আমি বাতাস হতাম (ছন্দ )
যদি আমি বাতাস হতাম,
তোমায় আমি ছুঁয়ে দিতাম,
যদি আমি পাখি হতাম
দূরথেকে তোমায় দেখতে পেতাম
৩
হাজার জীবন চাই না আমি (ছন্দ )
হাজার জীবন চাই না আমি
এক জীবন চাই
এক জীবনে শুধু আমি
তোমাই ভালোবাসতে চাই
৪
গোলাপ ফুল তুলতে গেলে (ছন্দ )
গোলাপ ফুল তুলতে গেলে
হাতে পুটে কাঁটা
তোমার স্মৃতি মনে পড়লে
লাগে অনেক ব্যথা
৫
কাজল কালো চোখ (ছন্দ )
কাজল কালো চোখ তোমার,
ভালোবাসার সাগর,
সেই সাগরে ডুবতে আমার,
মনের অনেকে ইচ্ছা
৬
আজও ভালোবাসি (ছন্দ )
আমি আজও ভালোবাসি তোমাকে,
তুমি অনেক আগেই ভুলে গেছ আমাকে,
তবুও করিনা অভিযোগ,
তোমার জীবন সুখী হোক
৭
জীবনের পুণতা (ছন্দ )
তোমার ভালোবাসায় জীবনে
পেলো পুণতা
থেকো তুমি সারাজীবন
দেওয়া কবু শুন্যতা
৮
ভালোবাসা পাগল (ছন্দ )
ভালোবেসে রাখবো তোমায়,
যদি তোমায় পাই,
আমার মত ভালোবাসা পাগল,
আর পাবে কোথায়
৯
তার নাম ভালোবাসা (ছন্দ )
প্রেম মানে রিদয় এর টান,
প্রেম মানে কিছু অভিমান,
দুটি নদীর একটি মোহনা,
দুটি মনের একটি আশা,
তাহার নাম ভালোবাসা
১ ০
ভালোবাসার কবিতা (কবিতা)
তোমার মুখে হাসি টুকু লাগে আমার ভালো
তুমি আমার ভালোবাসার বেঁচে থাকার আলো
সাগরের জন্য নদী আছে আমার জন্য তুমি
তুমি ছাড়া জীবন আমার শূন্য মুরুভুমি
ভালোবাসার ছন্দ কি ?
এটি একটি রোমান্টিক সম্পর্কের কিছু কবিতা আকারে বা ছন্দ আকারে প্রকাশ করা কে ভালোবাসার ছন্দ বলে।
রোমান্টিক প্রেমের ছন্দ কি ?
মনের মানুষকে খুশি করার জন্য রাহার সুন্দর কিছু গুণবলীকে কবিতা আকারে প্রকাশ করা। তাহা শুনে সে খুশি হওয়া।
কবিতার ছন্দ ?
কবিতার ছন্দ হল – গল্পের সংক্ষিপ্ত করে ও ছন্দ আকারে প্রকাশ করা।
রোমান্টিক কি ?
দুটি রিদয়ের স্পন্দনকে এক হিসাবে হিসাব করা
ভালোবাসার কবিতা ?
ভালোবাসা নিয়ে কিছু ছোট শব্দ ছন্দ আকারে প্রকাশ করা
1 thought on “নতুন প্রেম ভালোবাসার ছন্দ – LOVE AFFECTION”